মাদারীপুরে দুই শিক্ষার্থী হত্যা মামলায় শাজাহান খান ও গোলাপের জামিন নামঞ্জুর

মাদারীপুরের দুই শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার সকাল সাড়ে ১১টায় মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজিদ-উল-হাসান চৌধুরীর আদালতে তাদের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে মাদারীপুর কারাগার থেকে এই দুই সাবেক সংসদ সদস্যকে আদালতে আনা হয়। তাদের বিরুদ্ধে শিক্ষার্থী দীপ্ত দে এবং তাওহীদ সন্ন্যামাত হত্যার অভিযোগ রয়েছে। নিহতদের ঘটনায় দায়ের করা দুই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শাজাহান খান এবং ড. আবদুস সোবহান গোলাপ।
গত বৃহস্পতিবার রাজধানীর কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের মাদারীপুর কারাগারে স্থানান্তর করা হয়। আসামিপক্ষের আইনজীবী এডভোকেট বাবুল আক্তার বলেন, ‘মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দীপ্ত দে এবং তাওহীদ সন্ন্যামাত হত্যার মামলায় আমরা জামিন আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
উল্লেখ্য, মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এবং মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মামলা বিচারাধীন ছিল।
-ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/MDK