‘আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন দেয়া সম্ভব’

বিএনপি মনে করে অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন দেয়া সম্ভব। নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার করা দরকার দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের মামলায় হাজিরা দেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেয়া। এদের কাছ থেকে নানা কথা শুনি তবে নির্বাচন কেন্দ্রিক কোন কথা শুনি না। বিএনপিসহ অনেক রাজনৈতিক দল এরই মধ্যে জানিয়েছে যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চাই। নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। প্রফেসর ইউনূসকে বিএনপি সমর্থন দিয়েছে ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবে। তবে নানাজনের কথায় তিনি যেন প্রভাবিত না হন এই আশা আমাদের।