নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে : ড. ইউনূস

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর সেলক্ষ্যে নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি, যে ট্রেন আর থামবে না।
দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্ণ হওয়ায় রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সেখানেই কথা বলেন নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান, মনের কথা তুলে ধরতে। প্রধান উপদেষ্টা বলেন,
নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলি কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলি বসিয়ে দিতে পারি তার ওপর। আর সেটি হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে।
নির্বাচন নিয়ে সাধারণ মানুষের সব বক্তব্য বিনাদ্বিধায় বলতে অনুরোধ জানান তিনি। জনগণের উদ্দেশ্যে বলেন, “সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন।”
সূত্র: সকাল সন্ধ্যা
ON/ORNB