টাইটানিকের ৭০০ যাত্রীকে বাঁচানো ব্রিটিশ ক্যাপ্টেনের ঘড়ি বিক্রি হলো ২০ লাখ ডলারে
রেকর্ড দামে বিক্রি হয়েছে টাইটানিকের ৭০০-এরও বেশি যাত্রীকে উদ্ধার করা ব্রিটিশ নৌযানের ক্যাপ্টেনের একটি সোনার পকেট ঘড়ি। ঘড়িটি নিলামে ১ দশমিক ৯৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, খবর বিবিসি’র।
১৮ ক্যারেটের টিফানি অ্যান্ড কোম্পানি ব্র্যান্ডের এই ঘড়িটি ১৯১২ সালে স্যার রস্ট্রনকে উপহার দিয়েছিলেন টাইটানিকের বেঁচে থাকা কয়েকজন যাত্রী।
উইল্টশায়ারের নিলাম প্রতিষ্ঠান হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন জানিয়েছে, এটি টাইটানিক সংক্রান্ত স্মারকের জন্য সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড। ঘড়িটি একজন মার্কিন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি হয়েছে। এর আগে এ বছরের এপ্রিলে টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর পরিহিত একটি সোনার পকেট ঘড়ি বিক্রি হয়েছিল ১৫ লাখ ডলারে।
টাইটানিকের বিপদের সংকেত ‘আমরা বরফে আঘাত করেছি, দ্রুত আসুন’ শোনার পর, স্যার রস্ট্রন তৎক্ষণাৎ তার জাহাজ আরএমএস কারপাথিয়ার দিক পরিবর্তন করেন। ইউরোপের পথে থাকা কারপাথিয়া দ্রুততার সহিত এবং ১৯১২ সালের ১৫ এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর সেখানে পৌঁছায়।
ঘড়িটি স্যার রস্ট্রনকে উপহার দিয়েছিলেন টাইটানিকের ধনী যাত্রী জন জ্যাকব অ্যাস্টরের স্ত্রী এবং আরও দুই ধনী ব্যবসায়ীর স্ত্রী, যারা তাদের স্বামীদের হারিয়েছিলেন।
ঘড়িটির পেছনে লেখা আছে: ‘ক্যাপ্টেন রস্ট্রনকে টাইটানিক থেকে বেঁচে থাকা তিনজনের কৃতজ্ঞতা জানাতে উপহার – ১৫ এপ্রিল, ১৯১২ – মিসেস জন বি থেয়ার, মিসেস জন জ্যাকব অ্যাস্টর এবং মিসেস জর্জ ডি উইডেনার।’
নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে, নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে অ্যাস্টর পরিবারের প্রাসাদে এক ভোজসভায় স্যার রস্ট্রনকে এই ঘড়িটি উপহার দেওয়া হয়েছিল।
নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, ‘স্যার রস্ট্রনের সাহসিকতার জন্য এটি উপহার দেওয়া হয়েছিল, কারণ তার তৎপরতা ছাড়া ওই ৭০০ মানুষ বাঁচতে পারতেন না।’
সূত্র: টিবিএইচ
ON/ORNB