কচুয়ায় গরীব ও অসহায়দের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদে মানবতার ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে শুক্রবার গরীব, অসহায় এবং দুস্থ রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই কার্যক্রমে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
এই উদ্যোগে নেতৃত্ব দেন অভিজ্ঞ চিকিৎসক আরিফুল ইসলাম। তাঁর তত্ত্বাবধানে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. হেদায়েত উল্লাহ পবন, উপদেষ্টা রুবেল হোসেন ব্যাপারী, ইউপি সদস্য জাকির হোসেন মোল্লা, সহ-সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক জোবায়ের মোল্লা, সহ-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সজিব এবং মোস্তফা কামাল মুসা। এছাড়াও উপস্থিত ছিলেন তামিম হোসেন, হাসানাত, জামাল, সুমন, ছানাউল্লাহ ও মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবতার ছোঁয়া সামাজিক সংগঠনটি শুধু ফ্রি চিকিৎসা সেবা নয়, এলাকায় মাদক নির্মূল, সামাজিক অসংগতি দূরীকরণ এবং অপকর্ম প্রতিরোধে নিয়মিত কাজ করে যাচ্ছে।
সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে প্রধান উপদেষ্টা মো. হেদায়েত উল্লাহ পবন বলেন, ‘আমাদের লক্ষ্য গরীব-অসহায়দের পাশে দাঁড়ানো এবং একটি সুস্থ সমাজ গঠন করা। এজন্য আমরা নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।’
মো. মাসুদ রানা, কচুয়া
ON/MRF