গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে রায়পুরায় বাউল সন্ধ্যা
বটতলায় বাউল গানের আসর ছিল গ্রামবাংলার পুরোনো ঐতিহ্যের অংশ। কিন্তু কালের আবর্তে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে নরসিংদীর রায়পুরায় স্থানীয়দের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে পৌর এলাকার বটতলী হাঁটি বটতলায় বাউল গানের আসর বসে।
এদিন সন্ধ্যায় শুরু হওয়া গানের আসর নারী-পুরুষ, শিশু ও প্রবীণদের মিলনমেলায় পরিণত হয়। পরিবেশনায় অংশ নেন বাউল শিল্পী হানিফ বাউল ও শিল্পীরা। গানের সুর ও কথার মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত শ্রোতারা।
শ্রোতা আজিজুল ইসলাম ও প্রণয় ভৌমিক বলেন, ‘রায়পুরার বটতলীর মাঠ দুইশ বছরের ঐতিহ্য বহন করে। বড়দের কাছ থেকে শুনেছি এখানে নিয়মিত বাউল গানের আসর বসতো। অনেক দিন পর এমন একটি অনুষ্ঠান দেখতে পেরে ভালো লাগছে। হারিয়ে যাওয়া বাউল গান ফিরিয়ে আনার জন্য এই ধরনের উদ্যোগ খুবই জরুরি।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল, বিএনপি নেতা জামাল আহমেদ চৌধুরি, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, আবুবকর সিদ্দিক, ইদ্রিস আলী মুন্সী, জাকির হোসেন, মো. রাহাত এবং সোহেল।
আয়োজক কমিটির আহ্বায়ক ইকবাল হাসান শ্যামল জানান, ‘বটতলায় বাউল গানের আসর ছিল গ্রামবাংলার ঐতিহ্যের প্রতীক। এই ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’
প্রবীণদের মতে, এক সময় বিভিন্ন বটতলায় বাউল গান, যাত্রাপালা, পালা গান, মাটিয়া গান, জারি গানের আসর বসতো। কিন্তু সময়ের বিবর্তনে সেসব হারিয়ে যেতে বসেছে। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং হারানো ঐতিহ্য রক্ষায় আরও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
-হারুনূর রশিদ, রায়পুরা
ON/MRF