ব্রীজের কাজ শেষ না হওয়ায় দূর্ভোগে ডিমলার সাধারণ মানুষ

নীলফামারীর ডিমলা উপজেলার সরদারহাট-নাউতারা বাজার সড়কের নিজপাড়া এলাকায় নির্মাণাধীন একটি সেতুর কাজ নির্ধারিত সময় পার হলেও এখনো শেষ হয়নি। ২৭ মাস ধরে বাইপাস রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে রহমান-এস হোসাইন (জেভী) ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৬০.০৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ ৫ আগস্ট ২০২২ সালে শুরু হয়। প্রকল্পটি ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে শেষ হওয়ার কথা ছিল। তবে ৯ মাস অতিরিক্ত সময় পেরিয়ে গেলেও কাজ এখনো অসম্পূর্ণ।
এ সড়ক দিয়ে ডিমলা উপজেলার প্রায় ৫০% মানুষের যাতায়াত। সেতুটির পাশে অবস্থিত ডিমলা কামিল (মাস্টার্স) মাদরাসাসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তায় চলাচল করেন। জরুরি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স বা ব্যক্তিগত গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে গাফিলতির কারণেই সেতুর নির্মাণকাজ পিছিয়ে যাচ্ছে। ডিমলা উপজেলার সাধারণ জনগণ এবং কোমলমতি শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে—‘যত দ্রুত সম্ভব সেতুর নির্মাণকাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করা হোক।’
অন্যদিকে, এই দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ একটি ভালো সেতুর আশায় নীরবে কষ্ট সহ্য করে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের জন্য অধীর অপেক্ষায় এলাকাবাসী।
– মো. আজিনুর রহমান, ডিমলা
ON/MRF