সোনাহাট স্থলবন্দরে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থল বন্দরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশের কারণে আজ, ২৮ নভেম্বর, সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফেরদৌস পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ গ্রহণ করেন।
এ ঘটনা শুরু হয় ২৭ নভেম্বর একটি নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে। স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে গঠিত এ কমিটির সভাপতিত্ব করেন বিলুপ্ত কমিটির সভাপতি আবু তাহের ফারাজী। তবে কমিটির বৈধতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় বিএনপির দুই অংশের মধ্যে।
সাবেক সাধারণ সম্পাদক সমর্থিত বিএনপির একটি গ্রুপ আজ সকাল ১১টায় সোনাহাট বন্দরে সমাবেশের ডাক দেয়। এর বিপরীতে বিএনপির আরেক অংশ, যাদের নেতৃত্বে রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিন শিকদার, একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশ ঘোষণা করে।
উভয় পক্ষের ঘোষণার ফলে সোনাহাট স্থল বন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানকার স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন দ্রুত ১৪৪ ধারা জারি করে।
সোনাহাট স্থল বন্দরটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে পাথর ও কয়লা আমদানি করা হয়। তবে স্থানীয় সুধীমহল মনে করেন, বন্দর এলাকায় দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তারা প্রকৃত ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কার্যকর ও ব্যবসা-বান্ধব কমিটি প্রতিষ্ঠার আহ্বান জানান।
-জাহিদ খান, ভুরুঙ্গামারী
ON/MRF