ঝালকাঠির নলছিটিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে ‘দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই শ্রেয়’ প্রতিপাদ্য নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম এবং নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল বাসার।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সামছুল আলম খান বাহারের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ও নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিম, সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।
প্রতিযোগিতায় বিপক্ষ দল সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পক্ষদল নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ নির্বাচিত হয়। অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট তুলে দেন।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক মো. আমির হোসেন। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম, প্রেস ক্লাব সভাপতি মো. এনায়েত করিম এবং সরকারি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/MRF