হাওর নিয়ে মাস্টারপ্ল্যান আছে: উপদেষ্টা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, হাওরের জন্য সরকারের একটি মাস্টারপ্ল্যান রয়েছে। এটি বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং এতে জনমত কতটুকু প্রতিফলিত হয়েছে তা পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘অকালে বাঁধ ভেঙে যেন হাওরবাসীর কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা ভাঙন পরিদর্শন করেছি। কোথায় শক্তভাবে বাঁধ মেরামত করতে হবে তা বুঝে পদক্ষেপ নেওয়া হবে।’
উপদেষ্টা আরও জানান, মাস্টারপ্ল্যানের কিছু বিষয় পর্যালোচনা করে পরিবেশবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে হাওর সুরক্ষার উদ্যোগ নেওয়া হবে। ‘হাওরের পরিবেশকে রক্ষা করে এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে’, বলেন তিনি।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/MRF