নীলফামারীর ডোমারে অতিরিক্ত টোলের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০

নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়া হাটে অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাগল ব্যবসায়ীদের মারধর ও প্রায় ১৩ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গত সোমবার (২৫ নভেম্বর) উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাটে ছাগল বিক্রির রশিদের নির্ধারিত মূল্য ১৮০ টাকা থাকলেও, ইজারাদারের লোকজন ৩০ টাকা অতিরিক্ত নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর প্রতিবাদ করলে ইজারাদারের লোকজন তাকে মারধর করে। এ সময় আরও ছাগল ব্যবসায়ীরা প্রতিবাদ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত দুই ব্যক্তি, হাসান আলী ও মোখলেছ আলী, বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সংঘর্ষের সময় ইজারাদারের লোকজন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১৩ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ।
ঘটনার পর ছাগল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের আছাদ আলীর ছেলে মামুন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার আকবর আলীর ছেলে আব্দুল মালেক এবং রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়া গ্রামের মোফাখ্খারুল ইসলাম। এছাড়া অভিযোগে আরও ৯০ থেকে ১০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএ বলেন, ‘ব্যবসায়ীরা আমার কাছে এসে অভিযোগ করেছেন। আমি ইজারাদারকে ডেকেছি এবং অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
-রাকিবুল হাসান, নীলফামারী
ON/MRF