১১ দফা দাবি বাস্তবায়ন শেষে ধনবাড়ী-মহাখালী রুটে পুনরায় চলবে বিনিময় বাস

টাঙ্গাইলের ধনবাড়ীতে দীর্ঘদিন পর আবার চালু হচ্ছে বিনিময় বাস সার্ভিস। ২৫ নভেম্বর, সোমবার, ধনবাড়ী উপজেলা বাস মালিক সমিতির দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল ছাত্র প্রতিনিধি, বাস মালিক-শ্রমিক সমিতির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।
সংস্কার আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. সনেট মিয়া জানান, বিনিময় বাস সার্ভিসের মান উন্নয়নে ছাত্র সমাজ ও জনগণ ১১ দফা দাবি উত্থাপন করে। তিনি বলেন, ‘১১ দফা দাবি বাস্তবায়নে বাস মালিক-শ্রমিক সমিতি সফল হয়েছে। জনগণ ও ছাত্র সমাজের চাহিদা অনুযায়ী আগামীকাল ২৬ নভেম্বর থেকে বাস সার্ভিস পুনরায় চালু হবে।’
১১ দফা দাবিসমূহ:
১. বাস সার্ভিস হবে গেটলক; কোনো দাঁড়ানো যাত্রী থাকবে না।
২. প্রতি বাসে আসন সংখ্যা ৪৬টি।
৩. নির্দিষ্ট রুটে চলবে: ধনবাড়ী-মহাখালী এবং মহাখালী-ধনবাড়ী।
৪. ভাড়া নির্ধারণ: ধনবাড়ী থেকে মহাখালী ৩০০ টাকা, মধুপুর থেকে ৩০০ টাকা এবং ঘাটাইল থেকে ২৫০ টাকা।
৫. স্টাফদের পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে এবং তালিকাভুক্ত হতে হবে।
৬. যাত্রীদের সাথে ভালো আচরণ নিশ্চিত করতে হবে।
৭. স্টাফদের বেতন নির্ধারণ করা হয়েছে প্রতি ট্রিপ ২৫০০ টাকা।
৮. যাত্রীদের মালামাল সংরক্ষণের জন্য টোকেন ব্যবস্থা থাকবে।
৯. বাসের ভিতরে অভিযোগ নম্বর প্রদর্শন করা হবে।
১০. ট্রিপ মাঝপথে ছেড়ে দিলে তিন দিনের জন্য স্টাফ সাসপেন্ড হবে।
১১. একটি মনিটরিং কমিটি সার্বক্ষণিক নজরদারি করবে।
বাস মালিক প্রতিনিধি মো. আতিক হোসেন কাজল জানান, ‘১১ দফা বাস্তবায়ন করতে আমরা সফল হয়েছি। জনগণ ও ছাত্র সমাজ ইচ্ছা করলে বাস চালু করতে পারে।’ শ্রমিক প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের আন্তরিকতায় বাস সার্ভিসের মান উন্নয়ন সম্ভব হয়েছে। এখন মনিটরিং কমিটির তত্ত্বাবধানে এটি সুষ্ঠুভাবে পরিচালিত হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাসগুলোতে দ্রুত সিসি ক্যামেরা ও ট্র্যাকার স্থাপন করা হবে।
-জুয়েল রানা, টাঙ্গাইল
ON/MRF