ঝালকাঠিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২০ তরুণ-তরুণী পুলিশে চাকরি পেয়েছেন
ঝালকাঠি জেলায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০ জন তরুণ-তরুণী নিয়োগের সুপারিশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাতে জেলা পুলিশ লাইনে এই নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
নিয়োগপ্রাপ্ত তরুণ-তরুণীরা জানায়, ‘কোনো ধরনের হয়রানি, সুপারিশ বা ঘুষ ছাড়াই চাকরি পাওয়া আমাদের জন্য বড় প্রাপ্তি। মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই সুযোগ দেওয়ার জন্য জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।’
জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হওয়া এই ২০ জন তরুণ-তরুণী পুলিশ বাহিনীর সদস্য হতে যাচ্ছেন। মেডিকেল পরীক্ষার পর তারা নিয়োগপ্রাপ্ত হবেন। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো লবিং, যোগাযোগ বা ঘুষের ভূমিকা ছিল না। আশা করছি, তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।’
এই নিয়োগ প্রক্রিয়ায় ২০টি পদের বিপরীতে ৪৯০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫৫ জন উত্তীর্ণ হন। পরে আইকিউ ও ইকিউ যাচাইয়ের মাধ্যমে সেরা ২০ জনকে নির্বাচিত করা হয়।
জানা গেছে, মেধার ভিত্তিতে চাকরি পেয়ে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের এই তরুণ-তরুণীরা অত্যন্ত খুশি। তাদের নিয়োগের খবর শুনে পরিবারেও আনন্দের বন্যা বইছে।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/MRF