হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশাচালকদের অবস্থান, সড়কে তীব্র যানজট

হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছেন ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালকরা। তাদের বিক্ষোভের কারণে পল্টন, প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটের পথচারী ও যাত্রীরা।
অটোরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন এলাকা থেকে রিকশা-ভ্যান নিয়ে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। তারা ‘ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে’—এমন স্লোগান দিতে থাকেন।
পিকআপ ভ্যানে লাল ব্যানার টাঙিয়ে সমাবেশ মঞ্চ তৈরি করে সংগঠনের নেতারা সেখানে বক্তব্য রাখেন। সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, তারা কামরাঙ্গীরচর, হাজারীবাগ, সেকশন এবং চিটাগাং রোড এলাকা থেকে এসেছেন।
প্রেস ক্লাবের বিক্ষোভের পাশাপাশি যাত্রাবাড়ী মোড়ে এবং মোহাম্মদপুরেও সকাল থেকে রাস্তা অবরোধ করেন অটোরিকশাচালকরা। মোহাম্মদপুরের অবরোধের ফলে ধানমন্ডি, মিরপুর ও গাবতলীর রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভ মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলনের কারণে জনগণের দুর্ভোগ কমানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
-অপু দাস অঙ্কুর, প্রেসক্লাব
ON/MRF