নীলফামারীর ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু!
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের যুবক জুবায়ের রহমানের (২২) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও বিতর্ক সৃষ্টি হয়েছে। পুলিশ রেললাইনের পাশের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, হত্যা।
জুবায়েরের বিমাতা পারভিন বেগম জানান, প্রতিদিনের মতো সেদিনও রাতের খাবার শেষে জুবায়ের তার ঘরে ঘুমাতে যান। কিছুক্ষণ পর কেউ তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার বাবা বাড়ির পাশের রেললাইনের ব্রিজের কাছে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় জুবায়েরের লাশ দেখতে পান। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, যারা মোবাইল ফোনে ডেকে নিয়ে গেছে তারাই আমার ছেলেকে হত্যা করেছে। জুবায়েরের মোবাইল ফোনের রেকর্ড যাচাই করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’
জুবায়েরের বাবা মোক্তারুল ইসলাম বলেন,
‘রাতের খোঁজাখুঁজির সময় রেললাইনের ব্রিজের কাছে আমার ছেলের দুই সহপাঠীকে বসে থাকতে দেখি। তাদের মাধ্যমেই ব্রিজের পাশের আম গাছে ঝুলন্ত লাশ পাই। আমি চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। ভয়ে আমি এখন তাদের নাম বলতে পারছি না। প্রতিনিয়ত তারা আমাদের ভয় দেখাচ্ছে।’
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুবায়ের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে সেই মেয়েকে জুবায়েরের এক সহপাঠীও পছন্দ করত। এ নিয়ে দ্বন্দ্বের জেরে জুবায়েরকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানো হতে পারে বলে সন্দেহ করছে পরিবার ও এলাকাবাসী।
স্থানীয় এক বাসিন্দা রূপালী বলেন, ‘জুবায়েরের বাবা ও বিমাতার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। তাই আত্মহত্যার কথা মেনে নেওয়া কঠিন। সুষ্ঠু তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে।’
জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের দাবি, তদন্তে মোবাইল ফোনের রেকর্ড ও সংশ্লিষ্ট সকল প্রমাণ বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হোক।
-রাকিবুল হাসান, নীলফামারী
ON/MRF