চাঁদেও আগ্নেয়গিরি ছিল, হয়েছে অগ্ন্যুৎপাত: নতুন গবেষণা

কোটি কোটি বছর আগে চাঁদের দূরবর্তী ‘রহস্যময়’ একটি অংশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল। ঠিক যেমন এখন আমরা পৃথিবীতে অগ্ন্যুৎপাত দেখতে পাই। এমনটাই বলছে নতুন এক গবেষণা।
গত শুক্রবার (১৫ নভেম্বর) নেচার অ্যান্ড সায়েন্স জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা চাঁদের মাটি বিশ্লেষণ করে দেখেছেন। চীনের ‘চ্যাং’ই-৬’ প্রথম মহাকাশযান চাঁদের সামান্য দূরবর্তী দিক থেকে পাথর ও নমুনা নিয়ে ফিরে এসেছে, যেখানের অবস্থা সম্পর্কে এখনো তেমন ধারণা নেই পৃথিবীতে।
দুটি পৃথক দল সেখানে আগ্নেয়গিরির শিলার টুকরো খুঁজে পেয়েছে, যা প্রায় ২.৮ বিলিয়ন বছরের পুরনো। একটি টুকরো আরও প্রাচীন, ৪.২ বিলিয়ন বছর আগের।
অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গ্রহ আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ক্রিস্টোফার হ্যামিল্টন বলেছেন, চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করা সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ এটি এমন একটি অঞ্চল, যেখানকার তথ্য আমাদের কাছে নেই।
অবশ্য বিজ্ঞানীরা এখন জানেন, পৃথিবী থেকে কাছাকাছি দিকে চাঁদে সক্রিয় আগ্নেয়গিরি ছিল। নাসার লুনার রিকনাইসেন্স অরবিটারের তথ্যসহ পূর্ববর্তী গবেষণায় বলা হয়েছিল, দূরবর্তী অংশেরও আগ্নেয়গিরির অতীত থাকতে পারে। পৃথিবী থেকে দূরে মুখ- সেই অঞ্চল থেকে প্রথম নমুনাগুলো একটি সক্রিয় ইতিহাসের কথাই তুলে ধরে।
সূত্র : ইত্তেফাক
on/abr