টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল
প্রিয় খেলা টেনিস থেকে বিদায়ের ঘোষণা গেল অক্টোবরেই দিয়ে রেখেছিলেন রাফয়েল নাদাল। জানিয়ে দিয়েছিলেন, স্পেনের হয়ে ডেভিস কাপ খেলেই অবসরে যাবেন কিংবদন্তি টেনিস তারকা। বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন, তাই বুক ভরা আশা নিয়েই টুর্নামেন্টে এসেছিলেন তিনি। তবে বিদায় এতটা বিবর্ণ হবে, মেনে নিতে কষ্ট হলেও যেন কিছুই করার নেই নাদালের।
বিদায়ের আগের রাতে নাদালের আবেগঘন বার্তা, ‘২০ বছরের পেশাদার ক্যারিয়ার আমার। এই ভালো-খারাপ সময়ে আপনারা আমার পাশে ছিলেন, খেলা চালিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন।’
গতকাল মঙ্গলবার নাদালের শেষ ম্যাচটি দেখে ফেলেছে টেনিসের ভক্তরা। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনকে জেতাতে পারেননি তিনি। হেরে গেছেন ২৩ বছরের আইকনিক ক্যারিয়ারের শেষ ম্যাচে। শেষ আটে নেদারল্যান্ডসের কাছে তার দল স্পেন হেরে গেছে ২-১ ব্যবধানে।
কিন্তু ফল নির্ধারণী ডাবলসে আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৩) ব্যবধানে নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্প ও ওয়েসলি কুলহফের কাছে হেরে গেলে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় স্পেনের ।