শেরপুরে এসএসসি কেন্দ্রের বাইরে ছাত্রদলের ছায়ায় অভিভাবকদের বসার ব্যবস্থা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কলম, পেন্সিল, খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করেছে শেরপুর জেলা ছাত্রদল। সকালে সদর উপজেলার জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার আগে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রের বাইরের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করা হয় এবং অভিভাবকদের তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে ছায়ায় বসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে রাখার ব্যবস্থাও করে সংগঠনটি।
শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম উজ্জল ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ বলেন, ‘সারা দেশে প্রচণ্ড গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা কষ্ট পাচ্ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় তাদের কিছুটা স্বস্তি দিতে আমরা পানি ও স্যালাইন বিতরণ করেছি। এছাড়া কেন্দ্রে অবস্থানরত অভিভাবকদের জন্যও বসার ব্যবস্থা, পানি, খাবার স্যালাইন ও ট্যাবলেট দেওয়া হয়েছে।’
–মোঃ শরিফ উদ্দিন, শেরপুর
–ON/SMA