পাংশায় আগুনে পোল্ট্রি ফার্ম ও বসত ঘরের ক্ষয়ক্ষতি

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের কাঠালতলা রেইলগেট এলাকায় আগুনে একটি পোল্ট্রি ফার্ম সম্পূর্ণ এবং একটি বসত ঘরের অর্ধেক অংশ পুড়ে গেছে।
বুধবার (৯ এপ্রিল) বিকাল ৪টা ৫ মিনিটে দেলোয়ার সরদার (দোলু) এর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত পাংশা ফায়ার সার্ভিসে খবর দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পাংশা ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘বিকেলে আমরা একটি খবর পাই যে, পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কাঠালতলা নামক এলাকায় আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি।’
তারা আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বিদ্যুৎ শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে এই পরিবারের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’
এই ঘটনায় কেউ হতাহত না হলেও উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে পরিবারটি।
–আল আমিন হোসেন, পাংশা
–ON/SMA