পাংশায় ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান ও ২০০০ কৃষককে পাটের বীজ-সার বিতরণ

রাজবাড়ীর পাংশা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাংশা, রাজবাড়ীর আয়োজনে এই বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহমেদ এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
উদ্বোধনী দিনে পাংশা উপজেলার ৭৫০ জন কৃষকের মধ্যে উফশী আউশ ধানের জন্য ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি, উপজেলার ২০০০ কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে উপজেলার কৃষকরা খরিফ মৌসুমে আবাদে আগ্রহী হবেন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কার্যকর অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
–আল আমিন হোসেন, পাংশা
–ON/SMA