ইসরায়েলি হামলার প্রতিবাদে মঠবাড়িয়ায় গর্জে উঠলো জনতা

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। রবিবার (তারিখ অনুপস্থিত) পৌরসভার সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইসরায়েল যেন ফিলিস্তিনে বর্বরতা চালিয়ে যাচ্ছে, আর বিশ্ব নীরব দর্শক হয়ে আছে। শিশু, নারীসহ নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে গাজার মাটি।’ তারা ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক মহলের প্রতি কার্যকর হস্তক্ষেপের দাবি তোলেন।
এ সময় বক্তারা জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানববন্ধন চলাকালে ‘ফিলিস্তিন মুক্তি চাই’, ‘ইসরায়েলের বর্বরতা বন্ধ কর’, ‘মানবাধিকার রক্ষা হোক’—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে মঠবাড়িয়ার রাজপথ।
–মেহেদী, মঠবাড়িয়া
–ON/SMA