দুধকুমার নদীতে ডুবে যাওয়া হাফেজ সাজিমের লাশ মিলল ২৪ ঘণ্টা পর

দুধকুমার নদীতে ডুবে যাওয়া হাফেজ সাজিমের (১৪) লাশ নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বড়মানি ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কিশোর হাফেজ সাজিম। রোববার (৭ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নিখোঁজ স্থানের প্রায় দুই কিলোমিটার দূরে আয়নালের ঘাট এলাকায় তার লাশ ভেসে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন বাজার এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের একমাত্র ছেলে সাজিম তিন বন্ধুর সঙ্গে বড়মানি ঘাটে গোসল করতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সাজিম নিখোঁজ হয়ে যায়। বন্ধুদের খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। শনিবার দিনভর চেষ্টা করেও তার কোনো খোঁজ মেলেনি। রোববার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। এরপর রংপুর থেকে আসা ডুবুরি দল ও স্থানীয় মাঝিরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে আয়নালের ঘাট এলাকায় জালে আটকে থাকা অবস্থায় তার লাশ শনাক্ত করেন।
সাজিমের মৃত্যুর খবরে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ‘সাজিম মেধাবী ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। তার অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে মর্মাহত।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
–জাহিদ খান, নাগেশ্বরী
–ON/SMA