গাজায় হামলার প্রতিবাদে ঝালকাঠিতে তৌহিদি জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ

গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ঝালকাঠিতে তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও হরতাল পালিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মানুষ জড়ো হয় ফায়ার সার্ভিস মোড়ে। এতে শহরের প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।
তৌহিদি জনতার এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। কর্মসূচি সফল করতে আগের দিন রাত থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী বলেন, ‘গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছে। আমরা তৌহিদি জনতার এই উদ্যোগে সম্পূর্ণভাবে একাত্মতা প্রকাশ করছি।’
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘তৌহিদি জনতার আয়োজনে সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে অবস্থান নেয়। কর্মসূচি চলাকালে শহরের যান চলাচল এবং দোকানপাট বন্ধ ছিল। তবে জরুরি সেবা অব্যাহত ছিল।’
জেলা সদর ছাড়াও রাজাপুর, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলায় দিনব্যাপী বিক্ষোভ, মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
–মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
–ON/SMA