গাজায় গণহত্যার বিরুদ্ধে বরিশালে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে বরিশালের টাউনহল চত্বর আজ পরিণত হয় এক শান্তিপূর্ণ ও সংগঠিত প্রতিবাদমঞ্চে। ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ সকাল থেকে এখানে জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল সহকারে শুরু হয় কর্মসূচি। হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল— ‘গাজায় রক্তপাত বন্ধ করো’, ‘গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘ফিলিস্তিনের পাশে বাংলাদেশ’— এমন নানা প্রতিবাদী স্লোগান।
বক্তারা বলেন, ‘গাজায় যে হত্যাযজ্ঞ চলছে তা বিশ্ব বিবেকের জন্য চরম লজ্জার। মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের প্রতিবাদ জানাতেই হবে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে হলে দেশব্যাপী এমন গণজাগরণই হতে পারে কার্যকর মাধ্যম।’
একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক বলেন, ‘আমরা শিক্ষক হিসেবে শুধু শ্রেণিকক্ষে নয়, মানবতা রক্ষার আন্দোলনেও শামিল হতে বাধ্য। আজকের প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শেখাতেই এই অবস্থানে এসেছি।’
অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো সংগীত ও কবিতা পাঠের মাধ্যমে প্রতিবাদ জানায়। সন্ধ্যার পরও কর্মসূচি চলতে থাকে মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।
অংশগ্রহণকারীরা জানিয়েছেন, তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না আন্তর্জাতিক মহল গাজায় গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। তাদের মতে, বরিশালের এই কর্মসূচি কেবল একটি শহরের প্রতিবাদ নয়, বরং এটি মানবতার পক্ষে সমগ্র জাতির অবস্থানের একটি বার্তা।
–পাভেজ হাওলাদার, বরিশাল
–ON/SMA