পাংশায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ৬ মাসের কারাদণ্ড এক ব্যক্তির

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী ও কাচারীপাড়া গ্রামে অবৈধভাবে পরিচালিত দুটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানাগুলো ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা জানান, গতকাল বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাবাসপুর ইউনিয়নের দুইটি গ্রামে ভেজাল গুড় তৈরির দুটি অননুমোদিত ও অবৈধ কারখানায় পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়। তিনি বলেন, ‘অভিযানে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি প্রায় এক হাজার ড্রাম ভর্তি ভেজাল গুড় এবং উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল ধ্বংস করা হয়।’
অভিযানের সময় একজনকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম ফারুখ শেখ। তিনি মানিকগঞ্জ জেলার আলমাস শেখের ছেলে।
ইউএনও এস. এম. আবু দারদা আরও বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
–আল আমিন হোসেন, পাংশা
–ON/SMA