কচুয়ায় বোরো ধানে ভালো ফলন, তবে পোকার আক্রমণে উদ্বিগ্ন কৃষক

চাঁদপুরের কচুয়ায় চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে ধানের আবাদ হয়েছে এবং ফলনও ভালো হয়েছে; তবে মাজরা পোকা ও ব্লাস্ট রোগের আক্রমণে কিছুটা হতাশ কৃষকরা।
উপজেলার বিস্তীর্ণ মাঠে ইতোমধ্যে সোনালি ধানের শীষ দুলছে। কিছু এলাকায় ধান পাকতে শুরু করেছে এবং কয়েকদিনের মধ্যেই ধান কাটা শুরু হবে বলে জানা গেছে।
চলতি মৌসুমে কচুয়া উপজেলায় ১৩ হাজার ২২৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। গত বছর ধানের বাম্পার ফলন ও ন্যায্যমূল্য পাওয়ায় কৃষকদের আগ্রহ বেড়েছে বলে জানান স্থানীয়রা।
কৃষক মামুন ও আবুল বাসার বলেন, ‘ফলন ভালো হয়েছে, তবে পোকার আক্রমণটা একটু বেশি। অফিসারদের পরামর্শে আমরা জমিতে কীটনাশক প্রয়োগ করছি। আশা করছি কয়েক দিন পর ধান কাটা শুরু করব।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘বোরো আবাদের শুরু থেকেই কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়েছে। পোকার আক্রমণ থেকে রক্ষায় কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে এবং এছাড়া আবহাওয়া অনুকূল থাকায় এবার ধানের ফলনও অনেক ভালো হয়েছে।’
উপজেলার বিভিন্ন ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনায় কৃষকরা জমিতে নিয়মিতভাবে কীটনাশক প্রয়োগ করছেন। ধান ঘরে তোলার আগে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে আশা করা হচ্ছে।
–মো: মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA