নলছিটিতে একই রশিতে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় একটি রেইনট্রি গাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকালে বাড়ির পেছনের গাছ থেকে রুবি বেগম (৫৩) ও তাঁর ছেলে আসাদ মাঝি (৩৫)-এর লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনার কথা বললেও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।
নিহতরা হলেন, রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম ও তাঁদের ছেলে আসাদ মাঝি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। এটি হত্যা না আত্মহত্যা—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রুবি বেগম ও তাঁর ছেলে আসাদ মাঝি খুলনায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে তাঁরা গ্রামের বাড়িতে আসেন। রবিবার সকালে স্থানীয়রা বাড়ির পেছনের একটি রেইনট্রি গাছে তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।
রুবি বেগমের দেবর শান্ত মির্জা জানান, ‘সকালে কলা বাগান পরিচর্যা করতে গিয়ে বাগানের ভেতরে একটি রেইনট্রি গাছের ডালে একই রশিতে ঝুলন্ত অবস্থায় তাঁদের দেখতে পাই। তখন চিৎকার করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
এদিকে, এলাকাবাসীর একাংশের দাবি, আসাদ মাঝির সঙ্গে একই এলাকার এক বিবাহিত মহিলার পরকীয়া সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই মহিলা তাঁর স্বামীর বাড়ি ছেড়ে অজানা স্থানে চলে যান। এরপর থেকেই মহিলার ভাইয়েরা আসাদ ও তাঁর পরিবারকে চাপ প্রয়োগ এবং ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। তাঁদের ধারণা, মা-ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
মামলা ও তদন্ত শেষে ঘটনার প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
–মো. নাঈম হাসান ঈমন, নলছিটি
–ON/SMA