শেরপুরে বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদে গিয়ে পুলিশের ওপর হামলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুরা বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনায় থানার দুইজন উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর ঝিনাইগাতীর পাইকুরা বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবছরও ৫ এপ্রিল মেলার আয়োজন করা হয়। সেখানে জুয়ার আয়োজন করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের ভাই সুলতান আহাম্মদ এবং ইউপি সদস্য আসাদ মিয়া।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, ‘জুয়ার আসরের বিষয়টি জানতে পেরে থানার এসআই মো. হারুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যায় জুয়া উচ্ছেদে যায়। এ সময় আয়োজক সুলতান, আসাদ মেম্বার ও আনন্দের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন জুয়াড়ি পুলিশের ওপর হামলা চালায়।’
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন এসআই হারুন অর রশিদ, এসআই মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে।
ঘটনার পর রাতেই থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৭ জনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার (অ্যাসল্ট) মামলা এবং ৮ জনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।
–মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
–ON/SMA