কচুয়ায় পৃথক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা (ডিবি) ও কচুয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মাঝিগাছা গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম পাটোয়ারী (৪২), পাঁচধারা গ্রামের আওয়ামী লীগ নেতা শহীদ উল্যা (৬২), কাদলা গ্রামের মঞ্জুর আহমেদ মজুমদার (৩৫), হোসেনপুর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আরিফ হোসেন (২৯), উত্তর পালাখাল গ্রামের মোঃ কেফায়েত উল্লাহ (৪৩), পূর্ব কালোচো গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক (৪৫), পালগিরি গ্রামের মোঃ শরীফ ভূঁইয়া (৫৭), সাহেদাপুর গ্রামের ফখরুল ইসলাম (৪৫), পাথৈর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা শামিম উদ্দিন এবং মোঃ কামাল হোসেন (৩২)।
গ্রেফতার সংক্রান্ত বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, ‘আটককৃতরা পৃথক মামলার পলাতক আসামি। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।’
–মোঃ মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA