ভেদরগঞ্জে গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৫) নামে এক নারীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়ইজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বেগম ওই গ্রামের আব্দুল মান্নান গাজীর স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ইফতারের পর মুক্তা বেগম ও তার স্বামী নামাজ পড়ে বিশ্রাম নেন। পরে রাত ৮টার দিকে স্বামী আব্দুল মান্নান গাজী ঘরের দরজা খোলা রেখে বাড়ির গেট লক করে তারাবির নামাজ পড়তে মসজিদে যান। রাত ৯টার দিকে ফিরে এসে দেখেন ঘরের দরজা বাইরে থেকে লক করা। দরজা খুলে তিনি স্ত্রীর জবাই করা রক্তাক্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর রাতেই ফরিদপুর থেকে পুলিশের সিআইডি ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে।
ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ফরেনসিক টিম তদন্ত চালিয়েছে, আর এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।’
–মোঃ জামাল হোসেন, শরীয়তপুর
–ON/SMA