কেওড়া ইউনিয়নে ঈদুল ফিতরের ভিজিএফ চাল কম পাওয়ার অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বরাদ্দ অনুযায়ী প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেকে ৮-৯ কেজি করে পেয়েছেন। এ বিষয়ে এলাকাবাসী সোমবার (২৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
চাল নিতে আসা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেলালউদ্দিন বলেন, ‘আমি রোজার মধ্যে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে চাল নেই। পরে বাড়িতে গিয়ে সন্দেহ হলে দোকানে মেপে দেখি মাত্র ৮ কেজি ৬২৪ গ্রাম। অথচ ১০ কেজি চাল পাওয়ার কথা ছিল।’
তবে ইউনিয়ন পরিষদের সচিব হেমায়েত উদ্দিন হিমু এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ বছর ৬৭৬টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেকেই নির্ধারিত পরিমাণ চাল পেয়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতেই চাল বিতরণ করা হয়েছে।’
এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, ‘কেওড়া ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের কথা মৌখিকভাবে শুনেছি। তবে এটি হওয়ার কথা নয়। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
–মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
–ON/SMA