“সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে সুনামগঞ্জবাসী”

সুনামগঞ্জ পৌর শহরের সড়কগুলোর বেহাল অবস্থার কারণে নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, খানাখন্দে ভরা সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়েছে। যানবাহন চলাচলে দুর্ঘটনা ও যানজট বেড়েছে। পৌরবাসী অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।
দুরবস্থার চিত্র
সরেজমিনে দেখা যায়, জামাইপাড়া-নতুনপাড়া, ওয়েজখালি নদীর পাড়, সমাজসেবা অফিস, বিসিক এলাকা এবং ষোলঘর পয়েন্টের সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিছু স্থানে সংস্কারকাজ চললেও বেশিরভাগ সড়কের অবস্থা শোচনীয়।
বর্জ্য ব্যবস্থাপনায় সংকট
নির্দিষ্ট ডাস্টবিনের অভাবে বিভিন্ন সড়কের পাশে আবর্জনা ফেলা হচ্ছে। উত্তর আরপিনগর, পশ্চিম হাজীপাড়া, জামাইপাড়া রোড ও ষোলঘর মাছ বাজার এলাকায় দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।
নাগরিকদের প্রতিক্রিয়া
সমাজকর্মী রমেন্দ্র কুমার মিন্টু বলেন, “পৌরসভার তৎপরতা না থাকায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুরবস্থা চরমে পৌঁছেছে।” ট্রেড ইউনিয়ন নেতা সাইফুল আলম ছদরুল মনে করেন, “সচেতনতা বাড়ানোর পাশাপাশি পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দরকার।”
যুবরাজনীতিবিদ হাফেজ ত্বাহা হোসাইন বলেন, “দক্ষিণ বড়পাড়ায় মাত্র ১০০ মিটার রাস্তা ইটসোলিং অবস্থায় পড়ে আছে, যা দ্রুত সংস্কার করা উচিত।” ফিজিওথেরাপিস্ট ডা. তানজিল হক জানান, “প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের চলাচল কঠিন হয়ে পড়েছে।”
প্রশাসনের প্রতিশ্রুতি
পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল জানান, “কিছু সড়ক কংক্রিটের মাধ্যমে সংস্কার করা হবে এবং এলজিইডি ও সড়ক ও জনপথ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার উপরও বিশেষ নজর দেওয়া হচ্ছে।”
নাগরিকদের দাবি
সুনামগঞ্জবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বর্ষার আগেই সড়ক সংস্কারের আহ্বান জানিয়েছেন। পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার দ্রুত উদ্যোগই পারে এই দুর্ভোগ লাঘব করতে।
–জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
–ON/SMA