চেয়ারম্যান মিজানুরের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ

নীলফামারীর জলঢাকা উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। অনুসন্ধানে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে ৩২০৬টি হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণের নির্দেশনা আসে। ইউনিয়ন পরিষদ একটি সভার মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ইউপি সদস্য ও স্থানীয় নেতাদের সহযোগিতায় উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করে।
পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদনক্রমে মাষ্টার রোল তৈরি করা হয় এবং ১৯ ও ২০ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান মিজানুর রহমান, যেখানে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মানিক।
চাল বিতরণের সময় কিছু কার্ডধারী চাল সংগ্রহ করতে না পারায় একটি রাজনৈতিক পক্ষ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তোলে এবং তার বিচার দাবি করে এলাকায় মিছিল করে। তবে চেয়ারম্যান মিজানুর রহমান জানান, যে সমস্ত কার্ডধারী চাল পাননি, তাদের জন্য চাল সংরক্ষিত রয়েছে এবং কার্ড নিয়ে আসলেই তারা চাল পাবেন। এ বিষয়ে জনগণকে জানাতে ২২ মার্চ রাতে মাইকিং করা হয়।
চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘একটি পক্ষ আমার ওপর ক্ষিপ্ত হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। তবে কিছু কার্ডধারী পিছিয়ে পড়েছেন, তাদের চাল পরিষদে সংরক্ষিত রয়েছে, এবং তারা তাদের কার্ড নিয়ে এলেই চাল পেয়ে যাবেন।’
–মাজেদুল ইসলাম স্বপন, জলঢাকা
–ON/SMA