সরকারের রাজস্ব ফাঁকি: ঝালকাঠিতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি পৌর শহরের বরিশাল-পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালিত হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র জাল ব্যান্ডরোল ব্যবহার করে চালান কপি ছাড়া অবৈধভাবে কমদামি দেশি সিগারেট বিক্রি করে আসছিল। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে এবং কিংস ব্র্যান্ডের ৩৫ কার্টন সিগারেট (প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার শলাকা) জব্দ করে।
অভিযানকালে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ পালিয়ে যান।
ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী জানান, ‘দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে কমদামি সিগারেট বিক্রি করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। সরকার নকল ও অবৈধ সিগারেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কাস্টমস বিধি মোতাবেক জব্দকৃত সিগারেটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে কাস্টমস বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
–মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
–ON/SMA