রাজাপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (২২ মার্চ) আদর্শপাড়ার আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসার মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার মাওলানা কবির হোসেন, আর সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা নেছারুদ্দিন।
ইফতারের আগে আয়োজিত আলোচনায় সাংবাদিকতার ন্যায়পরায়ণতা ও সমাজ উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আ. রহিম রেজা এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাইনুল হক লিপু।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
–মোঃ মাহিন খান, রাজাপুর
–ON/SMA