মঠবাড়িয়ায় অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর (আনুমানিক বয়স ২৫-৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে স্থানীয় মাসুদ নামে এক ব্যক্তি সুপারি খোল সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান। তিনি তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, লাশটি পচে গিয়ে অর্ধগলিত অবস্থায় রয়েছে এবং চেহারা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ২০-২৫ দিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে এখানে ফেলে রেখেছে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তকরণ এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ ও ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
–মো. মেহেদী হাসান, পিরোজপুর
–ON/SMA