কচুয়ার বিতারা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় ৫ হাজার ২৭৮ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখ নেই) ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে এই চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
চাউল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, ইউপি সচিব জাকির হোসেন মৃধা, কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইউসুফ খান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফয়েজ আহমেদ প্রধান, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহিন পাটোয়ারী, মাঝিগাছা বাজার পরিচালনা কমিটির সম্পাদক মো. শাহজাহান খান, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তাজুল ইসলাম, মাছিগাছা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতা শামীম মিয়াজী, ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন চৌধুরী এবং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার পাটোয়ারীসহ অন্যান্যরা।
–মো. মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA