নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কচুয়ায় গণপ্রতিরোধ র্যালি ও সমাবেশ

চাঁদপুরের কচুয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে গণপ্রতিরোধ সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখ করা যেতে পারে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্যাহ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগম ও মুক্তিযোদ্ধা আব্দুল মবিন প্রমুখ।
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
–মোঃ মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA