সাচার বাজারের ড্রেনেজ ব্যবস্থা বেহাল, দ্রুত সংস্কারের দাবি ব্যবসায়ীদের

ছবিঃ কচুয়ার সাচার বাজারের ড্রেনেজ ভেঙ্গে দুর্গন্ধ বের হওয়ায় অতিষ্ঠ ব্যবসায়ী।
চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র সাচার বাজারের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে বাজারের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা থাকলেও প্রয়োজনীয় সংস্কার হয়নি, ফলে দুর্গন্ধ ছড়িয়ে ব্যবসা পরিচালনা ও চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার জানিয়েছেন, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা দীর্ঘদিনের। ‘বাজারের ড্রেনেজ ব্যবস্থা চরম খারাপ অবস্থায় রয়েছে, যার কারণে প্রতি বছর ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়। এ সমস্যার স্থায়ী সমাধানে বড় ড্রেন নির্মাণ প্রয়োজন,’ বলেন তিনি।
ব্যবসায়ীরা জানান, সম্প্রতি ড্রেনের ময়লা-আবর্জনা জমে বাজারের পরিবেশ আরও দুর্বিষহ হয়ে উঠেছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি মসজিদের মুসল্লিরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবকাঠামো উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
–মো: মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA