কচুয়ায় বায়েক-রাগদৈল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের বায়েক মোড় থেকে রাগদৈল-সাচার বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কের বেহাল দশা বিরাজ করছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি খানাখন্দে ভরে গেছে, যার ফলে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষ ও যানবাহন চালকদের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের পিচ-ঢালাই উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে রাস্তার দুই ধারের মাটি সরে যাওয়ায় সড়কের একাংশ ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদা জমে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল চালকদের জন্য চলাচল কষ্টসাধ্য হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। রাস্তার গর্তগুলোর কারণে বর্ষার সময় পানি জমে থাকায় অনেক সময় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান, নতুবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
চালকরা জানান, বায়েক-রাগদৈল সড়কটি কচুয়া-সাচারের সংযোগ সড়ক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন পণ্যসামগ্রী পরিবহন করা হয়। তবে রাস্তার বর্তমান বেহাল অবস্থার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সময় সড়কে যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। এছাড়া, অসুস্থ ও বয়স্ক রোগীদের হাসপাতালে নিতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এ বিষয়ে কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটন বলেন, ‘উপজেলার সাচার ইউনিয়নের বায়েক মোড় হতে রাগদৈল বাজার পর্যন্ত সড়কটি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। আশা করছি, জুন-জুলাই মাসে এ সড়কের সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।’
–মো: মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA