নড়িয়ায় মন্দিরে চুরি হওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার, আটক ৪

শরীয়তপুরের নড়িয়ায় একটি মন্দির থেকে চুরি হওয়া মূল্যবান পিতলের ও তামার সামগ্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৪ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ রাত ১১টা থেকে ১০ মার্চ ভোর সাড়ে ৫টার মধ্যে চোর চক্রটি মন্দিরের গ্রিল ভেঙে প্রবেশ করে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও উপাসনার সামগ্রী চুরি করে। আটককৃতরা এসব চুরি করা মালামাল সাত হাজার টাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এক ভাঙারির দোকানে বিক্রি করে। পরে আসামি লোকমান হোসেনের কাছ থেকে পুলিশ মালামাল উদ্ধার করে।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি পিতলের গোলাপের ছোট মূর্তি, একটি পিতলের নিতাই মূর্তি, একটি পিতলের গৌর মূর্তি, একটি পিতলের মা কালি মূর্তি, দুটি পিতলের ঘণ্টা, দুটি কাশার কাশি, একটি পিতলের ধূপতি, একটি পিতলের পঞ্চপ্রদীপ, একটি তামার বাটি, একটি ছোট এবং একটি বড় তামার শিব কোশ, একটি পিতলের সাপ মূর্তি সম্বলিত তামার প্রদীপ, একটি ছোট পিতলের ত্রিশূল, একটি ছোট পিতলের প্রদীপ, একটি ভাঙা তিন টুকরো বিশিষ্ট পিতলের গাছা, একটি পিতলের বিসর্জন, দুটি পিতলের জল ঘট, দুটি পিতলের আমসড়া, একটি পিতলের সিঁদুরের কৌটা, দুটি পিতলের ও একটি তামার তৈরি আসমানের পাত্র, দুটি পিতলের শঙ্খ রাখার পাত্র, একটি পিতলের চামচ, একটি পিতলের ধূপকাঠি রাখার পাত্র এবং আরও কিছু মূল্যবান উপাসনার সামগ্রী।
গ্রেপ্তারকৃত চারজন হলেন—নড়িয়া বৈশাখী পাড়ার আনিস উদ্দিন ফকিরের ছেলে পলাশ ফকির (১৯), কুষ্টিয়া জেলার দড়িকমলপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে ভাঙারি ব্যবসায়ী শুকুর আলী (৩০), নুর আলী শেখের ছেলে রূপচাঁদ শেখ (৩৮) এবং নাওডোবা আমজাদ চৌকিদারের কান্দির নূর ইসলাম সরদারের ছেলে লোকমান হোসেন (৩৩)। রূপচাঁদ শেখ ও শুকুর আলীর বর্তমান ঠিকানা দক্ষিণ গৌরাঙ্গ বাজার রোমান ফকিরের বাড়ি।
এ বিষয়ে নড়িয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা মন্দিরের গ্রিল কেটে এসব মালামাল চুরি করেছে। উদ্ধারকৃত সামগ্রী আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
–মোঃ জামাল হোসেন, শরীয়তপুর
–ON/SMA