পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলো ‘রূপসী শেরপুর’

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’ পবিত্র রমজানের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে শহরের নিউ মার্কেট ও থানা মোড়ে শতাধিক রোজাদার পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি রুবেল মৃধার তত্ত্বাবধানে সংগঠনের সদস্যরা ইফতার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাদিদ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক আরফান আলী, লিমন সরকার, আবির, রিফাত, আমিনুল ইসলাম, আব্দুল আলিম, সুমন ও আরিফুল ইসলাম প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু বলেন, ‘আমাদের সংগঠনের বেশিরভাগ সদস্য শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের টাকা জমিয়ে, কেউ প্রাইভেট পড়িয়ে কিছু অর্থ বাঁচিয়ে মানুষের কল্যাণে কাজ করে। তাদের পরিবারও এই মহতী উদ্যোগে সহায়তা করে, যাতে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা, যাতে সমাজের আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো যায়।’
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধা বলেন, ‘আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ যেন রমজানের এই পবিত্র মাসে ইফতার করতে পারেন। আমাদের ছোট্ট প্রয়াস সমাজের অসহায় মানুষদের জন্য, যাতে তারা ভালোভাবে ইফতার করতে পারেন।’
–মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
–ON/SMA