পাংশায় বাড়িতে বাড়িতে ইফতার বিতরণ করছে যুবকেরা

রাজবাড়ীর পাংশা উপজেলার শাহামীরপুর গ্রামে স্থানীয় কয়েকজন যুবক ব্যতিক্রমী এক ইফতার আয়োজন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের জন্য বাড়িতে বাড়িতে ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে, যা গত পাঁচ বছর ধরে অব্যাহত রয়েছে।
শুক্রবার বিকেলে শাহামীরপুর গ্রামে গিয়ে দেখা যায়, এই যুবকেরা ইফতার তৈরির প্রস্তুতিতে ব্যস্ত। তালিকায় রয়েছে আপেল, মাল্টা, কলা, তরমুজ, শসা, লেবু, শরবত ও গরুর মাংস দিয়ে রান্না করা সুস্বাদু খিচুড়ি। রান্না শেষে প্যাকেটিং করে বাড়িতে বাড়িতে ইফতার পৌঁছে দেওয়া হয়।
আয়োজনের অন্যতম উদ্যোক্তারা জানান, ‘আমরা লক্ষ্য করেছি, বেশিরভাগ ইফতার মাহফিলে শুধুমাত্র পুরুষদের দাওয়াত দেওয়া হয়। এতে অনেক নারী ইফতার অনুষ্ঠানে অংশ নিতে পারেন না। তাই আমরা ভিন্নভাবে ইফতার বিতরণের পরিকল্পনা করি। প্রথম বছর অল্প পরিসরে শুরু করলেও এবার আমাদের বাজেট তিন গুণ বাড়িয়েছি। পুরুষদের জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয় এবং মহিলাদের জন্য ইফতার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’
এই মহৎ উদ্যোগের ফলে এলাকার মানুষ প্রশংসা করেছেন এবং যুবকদের এই প্রচেষ্টা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।
–আল আমিন হোসেন, পাংশা
–ON/SMA