শেরপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে ২ লাখ ৪০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে শেরপুরে ২ লাখ ৩৯ হাজার ৮২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে এই কর্মসূচি চলবে।
শেরপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। তিনি ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী ২৭ হাজার ৩৩৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৪৯৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শও প্রদান করা হবে। জেলায় ১ হাজার ৩৪৯টি কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হবে, যেখানে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব হিমেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
–মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
–ON/SMA