রাজাপুরে দিনমজুর হত্যা মামলায় শুটার রানা গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে দিনমজুর আবুল বাশার হত্যা মামলার অন্যতম আসামি মো. রানা ওরফে শুটার রানাকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। সোমবার (১০ মার্চ) বিকেলে পটুয়াখালীর মহিপুর থানাধীন লেবুবন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বরিশাল র্যাব-৮-এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান মঙ্গলবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত রানা রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামে রাস্তার ওপর দিনমজুর আবুল বাশারকে ধারালো চাকু ও এন্টি কাটার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রানা ও তার সহযোগীরা।
আহত অবস্থায় আবুল বাশার দৌড়ে পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী ৩ ফেব্রুয়ারি রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে র্যাব-৮-এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এরপর র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় শুটার রানার অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।
এ মামলায় এর আগেও র্যাব-৮ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছিল। র্যাব জানিয়েছে, হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
–মোঃ মাহিন খান, রাজাপুর
–ON/SMA