কচুয়ায় ভূমি দস্যু আওয়ামী লীগ নেতার গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ছবি: কচুয়ায় ভূমি দস্যু আওয়ামীলীগ নেতাকে গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।
চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগ নেতা এনামুল হকের বিরুদ্ধে ভূমি দখল, জাল দলিল তৈরি এবং হয়রানির অভিযোগ এনে তার গ্রেফতার ও চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবার (তারিখ উল্লেখ করা হয়নি) দুপুরে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের পরানপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের মহাসচিব ও আওয়ামী লীগ নেতা এনামুল হক ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে এলাকার সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করেছেন। পরানপুর মৌজার সাবেক ১০৩ এর ১০ শতক, ১১৪ এর ১১ শতক, ১১৩ এর ১২ শতক এবং ১০৭ এর ৮ শতক জমি অবৈধভাবে দখল করে তিনি জাল দলিল তৈরি করেছেন এবং মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয়দের হয়রানি করছেন। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন পরানপুর গ্রামের অধিবাসী কাজী আমির হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল বারেক, দেলোয়ার হোসেন ও আফরোজা বানু। তারা বলেন, ‘এনামুল হকের বিরুদ্ধে নেওয়া ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং তার দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি।’
মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
–মোঃ মাসুদ মিয়া , কচুয়া,চাঁদপুর
–ON/SMA