শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে এক স্কুলছাত্রী মারা গেছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে পৌরসভার চাপাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিক্ষার্থীর নাম মিম আক্তার (১৩)। সে চরশেরপুর নূর মোহাম্মদ গণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার ও এলাকাবাসী জানান, শেরপুর শহর থেকে ফেরার পথে চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে মিমের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে সে ছিটকে পড়ে এবং গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মিমের বাবা আলী প্রথম রমজানের দিন মারা যান। মাত্র ১০ দিনের ব্যবধানে বাবা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানান, ‘ঘটনার পর স্বজনেরা মেয়েটির মরদেহ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হলে অনুমতি প্রদান করা হয়।’
–মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
–ON/SMA