ট্রাফিক ব্যবস্থার উন্নতিসহ চাঁদাবাজি ও চোরাচালান রোধে পদক্ষেপ নেবে পুলিশ

সুনামগঞ্জে চোরাচালান ও চাঁদাবাজি বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। তিনি বলেন, ‘আমি মাত্র যোগদান করেছি, আমাকে বোঝার সময় দিতে হবে। তবে চোরাচালান বন্ধে আমি দ্রুত পদক্ষেপ নেব।’
সোমবার (১০ মার্চ ২০২৫) সুনামগঞ্জে কর্মরত মূলধারার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ চান।
মতবিনিময় সভায় সাংবাদিকরা পুলিশ সুপারকে জলমহাল লুট, চোরাচালান, চাঁদাবাজি, মাদক, ট্রাফিক সমস্যা ইত্যাদি বিষয়ে অবগত করেন। পুলিশ সুপার বলেন, ‘সকলের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, বালুমহাল, জলমহাল, মৎস্য খাত ও নৌপথে চাঁদাবাজি সুনামগঞ্জের বড় সমস্যা। দিরাই ও শাল্লায় সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহারের বিষয়টিও নজরে এসেছে। আমরা আপনাদের মাধ্যমে তথ্য ও ছবি পেয়েছি, দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে।’
ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন নিয়েও তিনি পদক্ষেপ নেওয়ার কথা জানান। তিনি বলেন, ‘ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য সদরের ওসি ও ট্রাফিক ইনস্পেক্টরের (টিআই) সঙ্গে বৈঠক করব। মানুষের চলাচল সহজ করতে সর্বোচ্চ চেষ্টা করব।’
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জাকির হোসাইনসহ সুনামগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
–জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
–ON/SMA