ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে শেরপুর কলেজ ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় কলেজের প্রধান ফটকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার (৯ মার্চ) ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমানে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। এসবের পরও উপদেষ্টা সরকারের কার্যক্রম আমাদের হতাশ করেছে। এখান থেকে উত্তরণের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন। যেখানে ধর্ষণের সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও বিচারে দীর্ঘসূত্রতা দেখা যায়, যা হতাশাজনক। আমরা ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি চাই।’
এ সময় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, কলেজ ছাত্রদল নেতা রাব্বি, নয়ন, সিহাব প্রমুখ।
–মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
–ON/SMA