পাংশায় ধর্ষণ ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পাংশা শাখার আয়োজনে সারাদেশে ধর্ষণ ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় পাংশা মডেল থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আলম, গণ অধিকার পরিষদ পাংশা উপজেলা শাখার আহ্বায়ক মাসুম খান, সদস্য সচিব মনিরুল হক, যুব অধিকার পরিষদ পাংশা উপজেলা শাখার আহ্বায়ক সেলিম রেজা এবং সদস্য সচিব মামুন আর রশিদসহ আরও অনেকে।
–আল আমিন হোসেন, রাজবাড়ী
–ON/SMA